বরিশালে গৌরনদী থানার আশোকাঠি বাজার এলাকায় আজ বিকালে ইয়াবাসহ আনোয়ার বেপারি (১৯) নামে এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ৮-এর সদস্যরা। আটক আনোয়ার বেপারি বাটাজোর এলাকার আলাউদ্দিন বেপারির ছেলে।
র্যাব-৮ এর সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আনোয়ারকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২৬৮ পিস ইয়াবা জব্দ করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার