ভোলার মেঘনায় একটি ট্রলারে হামলা চালিয়ে নগদ দুই লাখ টাকা লুট করে নিয়ে গেছে দস্যুরা। ডাকাতদের হামলায় মাঝি ও তিন ধান ব্যবসায়ীসহ চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) মাঝের চরের পূর্ব মেঘনায় এ হামলার ঘটনা ঘটে।
আহত সিরাজ মাঝি জানান, লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার লুদুয়ার বাজারে ধান বিক্রি করে ফেরার পথে মেঘনায় হঠাৎ করে দেশীয় অস্ত্র নিয়ে দস্যুরা হামলা চালায়। এসময় তারা ব্যবসায়ীদের মারধর করে নগদ দুই লাখ টাকা ও ট্রলারের ইঞ্জিন লুট করে নিয়ে যায়।
পরে স্থানীয় জেলেরা তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ