ঘন কুয়াশা ও গাড়ি বিকল হওয়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে টাঙ্গাইলের করটিয়া থেকে গোড়াই পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে খুবই ধীরগতিতে চলতে বাধ্য হয় যানবাহনগুলো। ভোর ৬টা থেকে ১১টা পর্যন্ত এ অসহনীয় যানজট বিদ্যমান ছিল। বেলা ১১টার পর থেকে ধীরগতিতে যানবাহন চলাচল করছে বলে হাইওয়ে পুলিশ জানিয়েছে।
যানজটের কারণে মির্জাপুর ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থীদের চরম ভোগান্তি পোহাতে হয়। পরীক্ষার্থীরা যানজটে আটকা পড়ে। এ অবস্থায় মির্জাপুর ক্যাডেট কলেজ কর্তৃপক্ষ সকাল ৯টার পরীক্ষা পিছিয়ে ১০টায় শুরু করা হয়।
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল বন্ধ থাকায় এ মহাসড়কে গাড়ির চাপ বেড়ে যায়। এজন্যই যানজটের সৃষ্টি বলে জানায় হাইওয়ে পুলিশ।
গোড়াই হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মোতালেব হোসেন জানান, শুক্রবার ভোরে মির্জাপুর উপজেলার কাছিমতলা নামকস্থানে উত্তরবঙ্গগামী পণ্যবাহী ট্রাক বিকল হয়ে পড়ে। ফলে যানজটের সৃষ্টি হয়।
ঘন কুয়াশার কারণে যানবাহন ধীরগতিতে চলায় এ যানজটের সৃষ্টি হয়। কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল বন্ধ থাকার কারণেও মহাসড়কটিতে গাড়ির চাপ বেড়ে যায়।
বিডি প্রতিদিন/৬ জানুয়ারি, ২০১৭/ফারজানা