মাদারীপুরের শিবচর উপজেলার কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটের মাঝ পদ্মায় দুই স্পিডবোর্টের সংঘর্ষে আট যাত্রী আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে।
আহতদের শিবচর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিআইডব্লিউটিএর কাওড়াকান্দি ঘাটের ম্যানেজার আব্দুস সালাম জানান, সকালে দুই স্পিডবোর্টে মুখোমুখি সংঘর্ষে আট জন আহত হয়েছে। ধারণা করা হচ্ছে কুয়াশার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। বাকি যাত্রীরা সাঁতরে নিরাপদ স্থানে চলে গেছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/৬ জানুয়ারি, ২০১৭/ফারজানা