নাটোরের বড়াইগ্রামের কালিবাড়ি এলাকা থেকে আমিনা বেওয়া (৮৫) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ওই এলাকার একটি মেহগনি বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।
আমিনা বেওয়া বড়াইগ্রাম কালিবাড়ি গ্রামের মৃত নায়েব উল্লাহর স্ত্রী।
বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) তছনত জামান জানান, বৃহস্পতিবার বেলা ১১টা থেকে নিখোঁজ হন আমিনা। আজ শুক্রবার সকালে বাড়ির পাশের একটি মেহগনি বাগানে ওই বৃদ্ধার লাশ দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
প্রতিবেশীদের বরাত দিয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহারিয়ার খান জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং তার নাক ও মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। পারিবারিক কোনো কারণে তাকে হত্যা করা হয়েছে কিনা সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
তবে এখনও এ বিষয়ে থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি বলে জানান ওসি।
বিডি প্রতিদিন/৬ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম