যশোরের শার্শা সীমান্ত এলাকা থেকে ৩০০ বোতল ফেনসিডিলসহ তিন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শুক্রবার সকাল ৯টায় ভারত সীমান্তবর্তী এলাকা শার্শার শিকারপুর মাঠ থেকে তাদের আটক করা হয়।
আটক পাচারকারীরা হলেন- ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বাগদা থানার নওয়াপাড়া গ্রামের আমির হোসেনের ছেলে জাকির হোসেন (৪০), যশোরের শার্শা উপজেলার ডিহী ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ডের ইউপি সদস্য মফিজুর রহমান (৪২) ও শার্শার নারিকেল বাড়িয়া গ্রামের শেফ মোড়লের ছেলে মুজিবর রহমান (৩৫)।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভারত সীমান্তবর্তী এলাকার শার্শার শিকারপুর মাঠ এলাকায় অভিযান চালানো হয়। এসময় দুইটি ফেনসিডিলের বস্তাসহ তিন পাচারকারীকে আটক করা হয়।
বিডি প্রতিদিন/৬ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম