ঝালকাঠির পৌর খেয়াঘাট সংলগ্ন সুগন্ধা নদীতে ট্রলার ডুবে তিন যাত্রী নিখোঁজ হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ যাত্রীরা হলেন ঝালকাঠি শহরের রাজ্জাক মল্লিক রাজার (৩৫), দেউরি গ্রামের তসলিম হাওলাদার (৫০) ও কোনাবালিয়া গ্রামের আলম জমাদ্দার (৪৫)।
সদর থানার এএসআই হালিম মল্লিক এ খবরের সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, সকালে ঘন কুয়াশার মধ্যে সদরের রাজাপুর গ্রামের সুগন্ধা নদীর খেয়াঘাট থেকে ১১ জন যাত্রী নিয়ে ট্রলারটি শহরের পৌর খেয়াঘাটে যাচ্ছিল। পথে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি স্টিমারের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। চালকসহ ট্রলারের আট যাত্রী স্থানীয় জেলেদের সহায়তায় তীরে উঠতে সক্ষম হন।
বিডি প্রতিদিন/৬ জানুয়ারি, ২০১৭/ফারজানা