পিরোজপুরের নাজিরপুর উপজেলায় নিখোজের ৩ দিন পর মাহতাব খান (৩৫) নামে এক যুবকের লাশ নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। মাহতাব খান নাজিরপুর উপজেলা সাতকাসেমিয়া গ্রামের মৃত আজহার খানের পুত্র। শুক্রবার সকালে কালিগঙ্গা নদী থেকে পেশায় ইট ভাটা শ্রমিক মাহাতাবের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
জানা যায়, গত ৩ জানুয়ারি ইট ভাটায় কাজে যাবার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি মাহাতাব। অনেক খোঁজাখুঁজির পরে তাকে না পেয়ে বৃহস্পতিবার নাজিরপুর থানায় একটি সাধারণ ডায়েরী করেন তার স্বজনরা। এরপর শুক্রবার সকালে স্থানীয়রা কালিগঙ্গা নদীতে একটি মৃতদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।
নাজিরপুর থানার ( অফিসার ইনচার্জ ) ওসি মো: হাবিবুর রহমান জানান, খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করলে স্থানীয়দের মধ্যে কয়েকজন মাহতাবকে চিনতে পারে । খবর পেয়ে মাহতাবের ভাই এসে মৃতদেহটি সনাক্ত করে। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তাকে কেউ হত্যা করেছে।
বিডি প্রতিদিন/০৬ জানুয়ারি ২০১৭/হিমেল