বাগেরহাটের মোরেলগঞ্জ পানগুছি নদী পারাপারের ফেরিটি টানা এক সপ্তাহের জন্য বন্ধ করে দেয়া হয়েছে। ঘাটের পন্টুন ও নতুন করে ৩০ ফুট রাস্তা নির্মাণের জন্য শুক্রবার সকাল থেকে ফেরি বন্ধ করে দেয়া হয়। ফলে শরণখোলা ও মোরেলগঞ্জ উপজেলার সঙ্গে ঢাকা, চট্টগ্রাম, খুলনাসহ বিভিন্ন জেলা শহরের মধ্যকার পরিবহণে সরাসরি যোগাযোগ বন্ধ থাকবে।
মোরেলগঞ্জ শরণখোলা থেকে প্রতিদিন কমপক্ষে ৪০টি পরিবহণ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বাগেরহাটসহ দেশের বিভিন্ন জেলা শহরের উদ্দেশে ছেড়ে যায়। ওই গাড়িগুলো বৃহস্পতিবার রাতে মোরেলগঞ্জ ফেরির পশ্চিম পাড়ে সরিয়ে রাখা হয়েছে।
সড়ক ও জনপথ বাগেরহাট জেলা নির্বাহী প্রকৌশলী মো. আনিসুজ্জামান মাসুদ বলেন, নদীতে চর পড়ে যাওয়ায় ৩০ফুট রাস্তা নির্মাণ করে নতুন পন্টুন স্থাপনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। সংশ্লিষ্ট সকলকে ফেরি বন্ধ রাখার বিষয়ে জানানো হয়েছে। আমরা জনভোগান্তির কথা চিন্তা করে ৩/৪দিনের মধ্যে সংস্কার কাজ শেষ করার চেষ্টা চালাচ্ছি।
বিডি প্রতিদিন/৬ জানুয়ারি, ২০১৬/ফারজানা