চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ শুক্রবার মোট ২১ অপরাধীকে গ্রেফতার করেছে। আটক ব্যক্তিদের মধ্যে মাদক, চুরি, ছিনতাই, সন্ত্রাসসহ বিভিন্ন মামলার আসামী রয়েছে।
সদর উপজেলার প্রত্যন্ত চরাঞ্চল চরআলাতুলীতে শুক্রবার সকাল থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অভিযান চালানো হয়। ওই সময় বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত ১৮জনকে গ্রেফতার করে পুলিশ। শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও তিন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে।
সদর মডেল থানার ওসি মাজহারুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে সকাল থেকে চরাঞ্চলে অভিযান চালানো হয়। পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/৬ জানুয়ারি, ২০১৬/ফারজানা