নেত্রকোনার হাওরাঞ্চলের মোহনগঞ্জ উপজেলার প্রত্যন্ত এলাকার গ্রামীন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা জানিয়েছেন।
গত বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার মাঘান-সিয়াধার ইউনিয়নের খুরশিমুল বাজারে দুলাল মিয়ার দোকান থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে বলে জানান প্রত্যক্ষদর্শী ও দোকান মালিকরা। স্থানীয়রা মোহনগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
খুরশিমুল বাজার বনিক সমিতির সভাপতি মেজবাহ উদ্দিন জানান, দুলাল মিয়ার দোকানের বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটে। এসময় মুহুর্তের মধ্যে আগুন চার দিকে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজনের সহায়তা মোহনগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীদের ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
বিডি প্রতিদিন/০৬ জানুয়ারি ২০১৭/হিমেল