চট্টগ্রামের সীতাকুণ্ড থানাধীন মুরাদপুর ফকিরহাট এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় আফিকুর রহমান (১২) নামের এক শিশু নিহত হয়েছে। শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ গাড়িটি আটক করেছে।
সীতাকুণ্ড থানার উপ-পরিদর্শক জাহিদুল ইসলাম জসিম বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাদেক মাস্তান মাজারের পূর্ব পাশে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি কাভার্ড ভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শিশুর পরিবারের সম্মতিতে ময়নাতদন্ত না করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। নিহত আফিকুর রহমান নলুয়া পাড়ার আবুল কাসেমের ছেলে।
বিডি প্রতিদিন/০৬ জানুয়ারি ২০১৭/হিমেল