কুমিল্লার চৌদ্দগ্রামে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এরা হলেন, গুণবতী বাজার এলাকার মৃত আবদুস সামাদের পুত্র বেলাল হোসেন (১৮) ও বাতিসা বসন্তপুরের মোহাম্মদ উল্যাহর পুত্র কামরুল হোসেন (৪২)।
কনকাপৈত পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই মিজান জানান, বেলালকে ৫০ পিস ইয়াবা ও কামরুলকে ২৫ পিস ইয়াবাসহ আটক করা হয়।
বিডি প্রতিদিন/০৬ জানুয়ারি ২০১৭/হিমেল