বেনাপোল সীমান্তে গতকাল দিবাগত রাত ১ টা থেকে আজ ভোর ৪ টা পর্যন্ত পৃথক দুইটি অভিযান চালিয়ে ৫৯০ বোতল ফেন্সিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
বেনাপোল সীমান্তের দৌলতপুর ক্যাম্পের ২১ বিজিবি ব্যাটালিয়নের নায়েক সুবেদার আব্দুস ছামাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা পৃথক দুইটি অভিযান চালিয়ে ৫৯০ বোতল ফেন্সিডিল জব্দ করেছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার