চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাটা এলাকা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ১১টা নাগাদ মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটির নাম পরিচয় সনাক্ত করা এখন পর্যন্ত সম্ভব হয়নি।
চাঁদপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল মালেক জানান, "স্থানীয়রা সকালে চেয়ারম্যানঘাটা এলাকায় মরদেহটি পড়ে থাকতে দেখে। এরপর তারা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।"
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালি উল্লাহ ওলি বলেন, "নিহত যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।"
বিডি-প্রতিদিন/ ৭ জানুয়ারি, ২০১৬/ আব্দুল্লাহ সিফাত-৭