আবু বকর নামে এক যুবককে হত্যার দায়ে কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজা মোহাম্মদ আজ দুপুরে ৬ জনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- সাজাদ হোসেন, মাজেদ, সুকচাঁদ, মনসের, কালাই। এরা সবাই সদর থানার কাঞ্চনখালী এলাকার বাসিন্দা। শুনানির সময় দণ্ডপ্রাপ্ত ছয়জনের মধ্যে পাঁচজন আদালতে উপস্থিত ছিলেন ও একজন পলাতক রয়েছেন।
আদালতের পিপি অনুপ কুমার নন্দী জানান, ২০১২ সালের ১১ জুন কুষ্টিয়ার সদর উপজেলায় ভ্যানচালক আবু বক্করকে গলা ও পেট কেটে হত্যা করা হয়। এ ঘটনার পরদিন নিহতের ভাই বাদী হয়ে সাতজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে আসামিদের মধ্যে জামিজুল মারা যান। একই বছরের ২৭ নভেম্বর ওই মামলায় পুলিশ চার্জশিট দাখিল করে। ১২ জন সাক্ষীর স্বাক্ষগ্রহণ শেষে আজ আদালত এ রায় দেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার