ছাত্রসমাজকে মাদক, জঙ্গিবাদ ও অস্ত্রবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি। আজ শনিবার ঈশ্বরদী সরকারি কলেজ মাঠে কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
শামসুর রহমান শরীফ বলেন, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে ছাত্রসমাজের ভূমিকার ন্যায় বর্তমান ছাত্রসমাজকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
তিনি বলেন, জঙ্গিবাদ ও মাদক উন্নয়নের প্রধান অন্তরায়। সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে মাদক, অস্ত্রবাজ ও জঙ্গিবাদের বিরুদ্ধে ছাত্রসমাজকে রুখে দাঁড়াতে হবে।
ঈশ্বরদী সরকারি কলেজের অধ্যক্ষ শেখ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পাবনা পুলিশ সুপার জিহাদুল কবীর, ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল মাহমুদ, ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান মখলেছুর রহমান মিন্টু উপস্থিত ছিলেন।
এর আগে মন্ত্রী কালিকাপুর আবদুল জব্বার খান স্মৃতি উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার উদ্বোধন করেন এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন।
বিডি প্রতিদিন/১১ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম