চুয়াডাঙ্গার জীবননগরে আবুল কালাম (২৮) নামে এক দিনমজুরকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। বুধবার দিনগত রাত ১২টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত দিনমজুর আবুল কালাম পাকা গ্রামের মৃত খোকাই মন্ডরের ছেলে।
খবর পেয়ে পুলিশ রাতেই লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ হত্যাকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, দিনমজুর আবুল কালাম ও তার স্ত্রী আনোয়ারা বেগম (২৫) রাতে ঘরের বারান্দায় শুয়ে ছিলেন। রাত ১২টার দিকে একদল দুর্বৃত্ত ওই বাড়িতে ঢুকে ঘুমন্ত অবস্থায় আবুল কালামকে এলোপাতাড়িভাবে কোপাতে থাকে। স্ত্রী আনোয়ারা উঠে ঠেকাতে গেলে তাকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়। আহত আনোয়ারা বেগমকে উদ্ধার করে জীবননগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
আজ বেলা ১২টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়।
নিহতের শরীরের বিভিন্ন স্থানে, পেটে ও মাথায় ধারালো অস্ত্রের আঘাত আছে বলেও জানান ওসি।
বিডি প্রতিদিন/১৬ মার্চ ২০১৭/এনায়েত করিম