নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় পিকআপ ভ্যানের চাপায় সিয়াম হোসেন (০৪) নামে এক শিশুটি নিহত হয়েছে। একই ঘটনায় শিশুটির বাবা-মা আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার বনপাড়া-পাবনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সিয়াম হোসেন উপজেলার বনপাড়া মালিপাড়া গ্রামের দুলাল হোসেনের ছেলে।
বনপাড়া হাইওয়ে থানার পরিদর্শক জিএম সামসুন নুর জানান, দুলাল সকালে চিকিৎসার জন্য স্ত্রী শেফালী বেগম ও ছেলে সিয়ামকে নিয়ে ভ্যানে করে করে বনপাড়া মিশন হাসপাতালে যাচ্ছিলেন। বনপাড়া এলাকায় গিয়ে তারা ভ্যান থেকে নামার পর একটি পিকআপ ভ্যান পেছন থেকে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। এসময় আহত হন দুলাল ও তার স্ত্রী।
তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। এছাড়া আহত দু’জনকে উদ্ধার করে বনপাড়া পাটোয়ারী হাসপাতালে ভর্তি করা হয়।
বিডি প্রতিদিন/১৬ মার্চ ২০১৭/এনায়েত করিম