দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ মার্চ) রাত ৯টায় প্রেসক্লাবে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি। বিশেষ অতিথি ছিলেন ৪৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এসএম আনিসুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) বিশ্বজিত কুমার পাল, সিনিয়র সহকারী পুলিশ সুপার ও কোম্পানি কমান্ডার র্যাব-৯ মঈন উদ্দিন চৌধুরী, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী।
প্রেসক্লাবের সহ-সভাপতি ইসমাইল মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভা সঞ্চালনা করেন বাংলাদেশ প্রতিদিন শ্রীমঙ্গল প্রতিনিধি দীপংকর ভট্টাচার্য লিটন।
বিডি প্রতিদিন/১৭ মার্চ ২০১৭/এনায়েত করিম