মেহেরপুর সদর উপজেলার টুঙ্গি গ্রামের এক ব্যবসায়ীর বাড়ির সামনে থেকে দুটি হাত বোমা উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার সকাল ৮টার দিকে পিরোজপুর পুলিশ ক্যাম্পের একটি দল বোমা দুটি উদ্ধার করে। তবে কি কারণে বা কারা এগুলো রাখতে পারে তা এখনো উদঘাটন হয়নি।
পুলিশ ও স্থানীয় গ্রামবাসী জানায়, পিরোজপুর ইউনিয়নের টুঙ্গি গ্রামের কাপড় ব্যবসায়ী খালেদ সাইফুল্লাহর বাড়ির সামনে দু'টি বোমা দেখতে পায় পথচারীরা। এসময় গ্রামবাসী পিরোজপুর পুলিশ ক্যাম্পে খবর দেয়। খবর পেয়ে পিরোজপুর পুলিশ ক্যাম্পের একটি দল বোমা ২টি উদ্ধার করে।
মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বোমা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, কি কারণে কারা বোমাগুলি রাখতে পারে তা এখনো স্পষ্ট নয়। তবে আতংক সৃষ্টির জন্য দুর্বৃত্তরা বোমা রাখতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তিনি আরো জানান, বোমা দুটি উদ্ধার করে পানিতে ভিজিয়ে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/১৬ মার্চ, ২০১৭/মাহবুব