হবিগঞ্জের মাধবপুরে শ্বশুরকে হত্যার অভিযোগে জামাতা সাজু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে শ্রীমঙ্গল উপজেলার সীমান্তবর্তী বেলতলী গ্রাম তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সাজু মিয়া শায়েস্তাগঞ্জ থানার সুরাবই গ্রামের মস্তু মিয়ার ছেলে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার এসএম রাজু আহামেদ জানান, সাজু তার শ্বশুর কামাল মিয়ার হত্যা মামলার প্রধান আসামি। ভোরে শ্রীমঙ্গল উপজেলার ভারতীয় সীমান্তঘেষা দুর্গম এলাকা বেলতলী গ্রাম থেকে সাজুকে গ্রেফতার করা হয়।
গত ১৮ ফেব্রুয়ারি রাতে উপজেলার রতনপুর গ্রামে কামাল মিয়াকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহতের ভাই দুলাল মিয়া বাদী হয়ে জামাতা সাজু মিয়াকে প্রধান আসামি করে ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৭/৮ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ