সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে সাতক্ষীরার কলারোয়া উপজেলার দমদম বাজার থেকে আজ দুপুরে তিন তরুণীকে উদ্ধার করেছে স্থানীয় লোকজন। এ সময় পাচারের সঙ্গে জড়িত পাঁচ ব্যক্তিকে আটক করে পুলিশে দেওয়া হয়। আটককৃতরা হলো, নারায়াণগঞ্জ জেলার সোনারগাঁও থানার বারদি গ্রামের মোস্তফা কামালের ছেলে মাহমুদুল হাসান ওরফে সুমন, ঢাকার শাহাজনপুর থানার শান্তিবাগ এলাকার আক্তারী কামালের ছেলে হাবিবুল্লাহ, নেয়াখালী জেলার বেগমগঞ্জ থানার আলায়ারপুর গ্রামের গোলাম কবিরের ছেলে সাকেরুল কবির ওরফে ইকবাল, শরিয়তপুর জেলার ডামুডা থানার কানাইকাটি গ্রামের লালচান মিয়ার ছেলে আক্কাজ আলী বাবু ও দেলোয়ার হোসেনের ছেলে ইব্রাহিম হোসেন।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ ৩ তরুণীকে উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত তিন তরুণীকে সেন্টার ফর ইউমেন অ্যান্ড চিলড্রেন স্ট্যাডিজ নামের একটি সংস্থার হেফাজতে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার