নোয়াখালীতে লবনাক্ত এলাকায় বারি তিসি-১ উৎপাদন কলাকৌশল শীর্ষক মাঠ দিবস উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার কোম্পানীগঞ্জ উপজেলার হাসেম বাজারে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট ফান্ডের অর্থায়নে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরেজমিন গবেষণা বিভাগের উদ্যোগে এই মাঠ দিবসের আয়োজন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের তৈলবীজ গবেষণা কেন্দ্রের পরিচালক ড. মো. সাখাওয়াৎ হোসেন।
জেলা কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আমীনূর রহমানের সভাপতিত্বে ও বৈজ্ঞানিক কর্মকর্তা আমীর ফয়সলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক প্রনব ভট্টাচার্য্য।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন