কিশোরগঞ্জের করিমগঞ্জে ক্রিকেট খেলা নিয়ে তর্কাতর্কির জের ধরে বিল্লাল হোসেন (১৩) নামে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত বিল্লাল করিমগঞ্জের কলাতুলি গ্রামের খোকন ভূইয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার বিকালে করিমগঞ্জের খুদিরজঙ্গল গ্রামের একটি পতিত জমিতে স্থানীয় ছেলেদের মধ্যে ক্রিকেট খেলা চলছিল। এক পর্যায়ে খেলা নিয়ে উভয় দলের মধ্যে তর্কাতর্কি হয়। এর জের ধরে প্রতিপক্ষ খেলোয়াড় খুদিরজঙ্গল গ্রামের কেনু মিয়ার ছেলে নূর মোহাম্মদ ব্যাট দিয়ে বিল্লালকে আঘাত করে। পরে স্থানীয় লোকজন তাকে আশংকাজনক অবস্থায় করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে নূর মোহাম্মদ পলাতক রয়েছে বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার