কুমিল্লা টিপরা বাজারে মাটি চাপা পড়ে দুইজন নির্মাণ শ্রমিক নিহত নিহত হয়েছেন। এ সময় অপর একজন শ্রমিক আহত হযেছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতরা হচ্ছেন কুমিল্লার বুড়িচং উপজেলার কাঠালিয়া গ্রামের অরুন মিয়ার ছেলে তামিম হোসেন ও রংপুরের আশরাফুল ইসলাম।
কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি মো. আবু ছালাম মিয়া জানান, টিপরা বাজার জিহান রেস্তারাঁর উত্তরে কামাল হোসেন নামের এক ব্যক্তি টিলার পাশে দেওয়াল নির্মাণের জন্য কাজ করাচ্ছিলেন। এ সময় টিলার মাটি ভেঙ্গে চাপা পড়েন ৩জন শ্রমিক। এ ঘটনায় মধ্যে দুইজন শ্রমিক ঘটনাস্থলে মারা যান। পুলিশ, ফায়ার সার্ভিস এবং সেনাবাহিনী এসে উদ্ধার কাজ পরিচালনা করেন। লাশ মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৭ মার্চ, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৪