বর্ণাঢ্য শোভাযাত্রা, শিশু সমাবেশ, আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে লক্ষ্মীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।
শুক্রবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলা পরিষদের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কালেক্টরেট ভবনে আয়োজিত আলোচনা সভায় মিলিত হয়।
সভায় জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মুর্শিদুল ইসলাম, সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ, অতিরিক্ত সহকারি পুলিশ সুপার (সার্কেল) মো. শাহনেওয়াজ, জেলা তথ্য কর্মকর্তা আব্দুল্যা আল মামুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান প্রমুখ। সভায় বক্তারা বঙ্গবন্ধুর কর্মময় জীবনের ওপর আলোকপাত করেন।
বিডি প্রতিদিন/১৭ মার্চ, ২০১৭/ফারজানা