জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন উপলক্ষে শুক্রবার মুন্সীগঞ্জ জেলার ছয়টি উপজেলায় বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনাসভার আয়োজন করা হয়। এদিন সকাল ৯ টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে মুন্সীগঞ্জ কালেক্টরের চত্বর থেকে শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুন্সীগঞ্জ শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। পরে আলোচনা সভায় জেলা প্রশাসক সায়লা ফারজানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার জায়েদুল আলম পিপিএম, সিভিল সার্জন ডা. মুহা. সিদ্দিকুর রহমান, সরকারি হরগঙ্গা কলেজের অধ্যাক্ষ ড. মীর হাহফুজুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক হারুন-অর রশীদ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. শওকত আলী মজুমদার, পিপি আব্দুল মতিন, সভ্যতার আলো সম্পাদক মীর নাসির উদ্দিন উজ্জ্বল, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মাদ হোসেন বাবুল, সামসুল কবীর মাষ্টার চেয়ারম্যান প্রমুখ।
বিডি-প্রতিদিন/এস আহমেদ