বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কৃষ্ণকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ ৫ জনের উপর হামলার প্রতিবাদে ক্লাশ বর্জন করে মানববন্ধন করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা। রবিবার সকাল সাড়ে ১০টায় স্কুল প্রাঙ্গনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রধান শিক্ষক হারুন-অর রশিদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন হামলার শিকার সহকারী শিক্ষক রিয়াদুল আলম, কাজী গোলাম মোস্তফা, অঞ্জু রানী নাথ ও রেবেকা সুলতানা এবং শিক্ষার্থীরা।
বক্তারা শিক্ষকদের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় লাগাতার ক্লাশ বর্জনসহ কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন বক্তারা।
গত ১৬ মে কৃষ্ণকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের অফিস কক্ষে কৃষ্ণকাঠী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খলিলুর রহমানের সাথে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের বাকবিতণ্ডা হয়। এর জের ধরে শিক্ষক খলিলুর রহমান তার দলবল নিয়ে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।
বিডি-প্রতিদিন/২১ মে, ২০১৭/মাহবুব