গাইবান্ধার সাঘাটায় জনদুর্ভোগ লাঘবে বোনারপাড়া-কচুয়াহাট রাস্তা দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালন করেন ভুক্তভোগী এলাকাবাসী।
এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাঘাটা উপজেলা যুববিভাগের সভাপতি ও জামায়াতে ইসলামীর উপজেলা সাংগঠনিক সেক্রেটারি প্রভাষক এনামুল হক, বীর মুক্তিযোদ্ধা আজহার আলী, গাইবান্ধা জেলা ছাত্রদলের সহ-সভাপতি শহিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মিজানুর রহমান মৃদুল, সাঘাটার বিনোদন কেন্দ্র সরাইখানার পরিচালক আব্দুল্যাহ বিন মাজেদ, সমাজসেবক সজিব মিয়া, ইউপি সদস্য ইব্রাহীম আলী, সাবেক ইউপি সদস্য জোবেদ আলী পপলু, সমাজসেবক ইছাহাক আলী, ফেরদৌস কবির ও সাবু মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, বোনারপাড়া থেকে কচুয়াহাট পর্যন্ত রাস্তাটি অত্যন্ত জনগুত্বপূর্ণ। সংস্কার অভাবে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বক্তারা জনদুর্ভোগ লাঘবে দ্রুত রাস্তাটি সংস্কার করার দাবি জানান।
বিডি প্রতিদিন/এমআই