রাজধানীর সূত্রাপুরের কাগজি টোলায় একটি বাসায় আগুনে একই পরিবারের শিশুসহ ৫ জন দগ্ধের ঘটনায় রোকন (১৪) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে দুইজনে।
রোকন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত রাত (১৬ জুলাই) পৌনে তিনটরে দিকে মারা যান।
বিষয়টি নিশ্চিত করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেন, তার শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল। বাকিদের (৩ জন) অবস্থাও আশংকাজনক। তারা চিকিৎসাধীন রয়েছেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১১ জুলাই) দিবাগত রাত একটার দিকে এ ঘটনাটি ঘটে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন