ধানের ক্ষেতে হাতির প্রবেশ ঠেকাতে জেনারেটরের বিদ্যুতে ফাঁদ পেতেছিলো শেরপুরের সীমান্তবর্তী উপজেলা শ্রীবর্দীর রানী শিমূল ইউনিয়নের বালিজুড়ি গ্রামের কৃষকরা। আর তাতেই বিদ্যুতায়িত হয়ে প্রাণ খোয়ালো পূর্ণ বয়স্ক এক পুরুষ হাতি। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে ওই এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় মৃত হাতিটিকে উদ্ধার করে বন বিভাগের কর্মীরা।
এর আগে গত শুক্রবার একই কায়দায় আরও এক বন্যহাতি হত্যা করার অভিযোগ আছে গ্রামবাসীর বিরুদ্ধে।
এ ব্যাপারে বালিজুড়ি রেঞ্জ কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, বন্য হাতির কবল থেকে রোপা-আমন ক্ষেত রক্ষার জন্য জেনারেটরের বিদ্যুতে তার দিয়ে পুরো ক্ষেত ঘিরে রাখে গ্রামবাসী। শুক্রবার দিনগত রাতের কোন এক সময়ে হাতির পাল ক্ষেতে প্রবেশের চেষ্টা করলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই ওই হাতিটির মৃত্যু হয়।
এ ঘটনায় তরিকুল ইসলাম আরও জানান, অজ্ঞাতনামাদের আসামি করে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/ ০৮ অক্টোবর, ২০১৭/ ওয়াসিফ