কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বাবু পাড়া থেকে ফেনসিডিলসহ আজিজুল ইসলাম (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ সকালে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের বাবুপাড়া থেকে তাকে আটক করা হয়।
আটক আজিজুল উপজলার উত্তর কুটিচন্দ্রখানা গ্রামের মৃত রজব আলীর ছেলে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী জানান, বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে আজিজুলকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে। সীমান্ত এলাকা থেকে ভারতীয় ফেনসিডিল নিয়ে কুড়িগ্রামে আসার পথে তাকে আটক করা হয়।
বিডি প্রতিদিন/৮ অক্টোবর ২০১৭/হিমেল