ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নিখোঁজ হওয়ার দুই দিন পর এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত সেই বৃদ্ধের নাম আবু তাহের (৮০)। নিহত আবু তাহের উপজেলার লালপুর গ্রামের কইরাকান্দি গ্রামের বাসিন্দা।
শনিবার দিবাগত রাতে মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, তাহের মিয়া দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। বৃহস্পতিবার রাতে তিনি নিজ ঘরে ঘুমাতে যান। এর পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। শনিবার রাতে নৌকার মাঝিরা উপজেলার লালপুরে মেঘনা নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন। নিহতের স্বজনরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করে পুলিশকে খবর দেয়। পরে মরদেহটি উদ্ধার করে রবিবার সকালে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
বিডি-প্রতিদিন/ ৮ অক্টোবর, ২০১৭/ তাফসীর