নগরীতে অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবাসহ তিন জনকে গ্রেফতার করেছে র্যাব-৭। তারা হলেন মো. রনি, মো. সোহেল এবং মো আষাঢ়। এসময় রিলাক্স পরিবহনের একটি গাড়িও জব্দ করা হয়।
রবিবার সকালে নগরীর বহদ্দারহাট এলাকায় এ অভিযান পরিচালনা করে র্যাব।
র্যাব-৭ কর্মকর্তা সাফায়াত জামিল ফাহিম বলেন, মাদক ব্যবসায়ীদের এ চক্রটি কক্সবাজার থেকে ইয়াবার এ চালানটি ঢাকায় নিয়ে যাচ্ছিল। তা ঢাকায় মাদক পাইকারদের কাছে দেয়ায় তাদের টাগের্ট ছিল। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার সকালে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে এক লাখ পিস ইয়াবা জব্দ করা হয়।
এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন