নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মাদক সম্রাট ইয়াবা ব্যবসায়ী জাকির হোসেন তোতাকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার দিবাগত রাতে বসুরহাট বাজার থেকে তাকে আটক করা হয়। তোতা সিরাজপুর ইউনিয়নের বিরাহীমপুর গ্রামের আবদুল গফুর মিকারের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ এসআই সৈকত দাস গুপ্ত ও এএসআই মোশাররফ অভিযান চালিয়ে বসুরহাট সিনেমা হল রোড় থেকে জাকির হোসেন তোতাকে আটক করে। তার বিরুদ্ধে মাদকসহ থানায় চারটি মামলা রয়েছে। এছাড়া সে সিরাজপুরের যুবলীগ নেতা নুর উদ্দিন খাজাকে গুলি করে হত্যা চেষ্টা মামলার চার্জশীটভুক্ত আসামি।
কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোঃ রবিউল হক জানান, জাকির হোসেন তোতা পুলিশের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানায় দুইটি মাদক মামলা ও একটি হত্যার চেষ্টা মামলা রয়েছে। তাকে গ্রেফতারের জন্য বেশ কয়েকদিন থেকে পুলিশ বিভিন্ন স্থানে অভিযোগ চালিয়ে অবশেষে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
বিডিপ্রতিদিন/ ০৮ অক্টোবর, ২০১৭/ ই জাহান