পিরোজপুরের মঠবাড়িয়ায় ওসির উপর হামলার ঘটনায় ৩৮ জন এজাহার নামীয় ও অজ্ঞাতনামা ২৫ জনকে আসামি করে মামলা হয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম তারিকুল ইসলাম বাদী হয়ে তাকে আহত ও সরকারী কাজে বাধা দেয়ার অভিযোগ এনে রবিবার মামলাটি দায়ের করেন।
জানা যায়, উপজেলার উদয়তাঁরা বুড়িরচর গ্রামের বিএনপি নেতা হাবিব তালুকদার হত্যা মামলার আসামি হিমু তালুকদারের মেয়ে ডা. তানিয়া ও জামাতা ব্যবসায়ী সলিম পঞ্চায়েতের সাথে শনিবার দুপুরে স্থানীয় তুষখালী লঞ্চঘাট এলাকায় নিহত হাবিবের পুত্র প্রবাসী মানিকের বাকবিতাণ্ডা ও মারধরের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। থানা পুলিশ খবর পেয়ে শনিবার সন্ধ্যায় ঘটনাস্থল লঞ্চঘাটে গেলে পুলিশের উপস্থিতিতে স্থানীয় শ্রমিক লীগ অফিস ও দোকান ভাংচুরের ঘটনা ঘটলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় আহত হন ওসি কেএম তারিকুল ইসলাম। রাতেই এ ঘটনায় ১২ জনকে আটক করে পুলিশ। ঘটনার পর থেকে তুষখালী লঞ্চঘাট ও বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডি-প্রতিদিন/০৮ অক্টোবর, ২০১৭/মাহবুব