চুয়াডাঙ্গা সদর উপজেলার বেলগাছি ও দামুড়হুদা উপজেলার শহরের বাসস্ট্যান্ড থেকে ২০ গ্রাম হেরোইন ও ২৪ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে তাদেরকে আটক করা হয়।
এরা হল, মর্জিনা বেগম (৫৫) ও ইমরান (৩০)। আটককৃত মর্জিনা সদর উপজেলার বেলগাছি গ্রামের আফাছার আলীর স্ত্রী এবং ইমরান জীবননগর উপজেলা শহরের আশতলা পাড়ার জালাল উদ্দীনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, রাতে চুয়াডাঙ্গা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদের নেতৃত্বে একদল পুলিশ বেলগাছি গ্রামে অভিযান চালিয়ে মর্জিনা বেগমকে ২০ গ্রাম হেরোইনসহ আটক করে। একই সময়ে, দামুড়হুদা থানার এস আই মনিরুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা বাসস্ট্যান্ড থেকে ইমরানকে ২৪ বোতল ফেনসিডিলসহ আটক করে।
সদর থানার ওসি তোজাম্মেল হক ও দামুড়হুদা থানার ওসি আবু জিহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় পৃথক দুটি মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/৯ অক্টোবর ২০১৭/হিমেল