বরিশাল-বাবুগঞ্জ সড়কের খানপুরার বকুলতলা এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ফারুক হোসেন (৪৫) নামে এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন।
সোমবার বেলা ১২টার দিকে এই দুর্ঘটনায় ফারুকের স্ত্রী সন্তান সহ ৪ জন আহত হয়েছেন।
আহতদের শের-ই বাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে। নিহত ফারুক হোসেন বরগুনার আমতলী উপজেলার ডালাসার গ্রামের ফৌজদ্দিন হাওলাদারের ছেলে।
বরিশাল মেট্রোপলিটনের বিমানব্দর থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, বাবুগঞ্জ লঞ্চঘাট থেকে পরিবারের সদস্যদের নিয়ে অটোরিকশায় বরিশাল নগরীতে আসছিলেন ফারুক হোসেন। বেলা ১২টার দিকে বকুলতলা এলাকা অতিক্রমকালে পেছন থেকে একটি বাস তাদের বহনকারী অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ফারুক হোসেন ও তার স্ত্রী সন্তান সহ ৫ জন আহত হন। আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হলে দুপুর দেড়টার দিকে ফারুকের মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন