গাজীপুরের শ্রীপুর উপজেলায় গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফেলু মিয়া (৪২) নামে এক কৃষক মারা গেছেন। মঙ্গলবার সকালে উপজেলার মাওনা ইউনিয়নের ইন্দ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ফেলু মিয়া ওই এলাকার মৃত হোসেন মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইন্দ্রপুর-বারতোপা রাস্তার পাশ দিয়ে কড্ডা থেকে মাওনা এলাকায় বিদ্যুতের লাইন চলে গেছে। সম্প্রতি বিদ্যুতের খুঁটি হেলে গিয়ে বিদ্যুতের তার কাঁঠালগাছের সঙ্গে যুক্ত হয়ে বিদ্যুতায়িত হয়ে পড়ে। মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে ওই কাঁঠালগাছের নিচে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে ফেলু মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
মাওনা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য মো. নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/১০ অক্টোবর ২০১৭/হিমেল