নানা কর্মসূচির মধ্য দিয়ে জামালপুরে স্তন ক্যান্সার সচেতনতা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার সকালে জামালপুর ক্যান্সার সচেতনতা ফোরামের উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। শহরের বকুলতলা থেকে র্যালিটি শুরু হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
পরে ডা: এ এ এম তাহেরের সভাপতিত্বে আলোচনা সভায় জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার রওনক জাহান, অধ্যাপক তারিকুল ফেরদৌস বক্তব্য রাখেন। বক্তারা ক্যান্সার প্রতিরোধে সকলকে সচেতন হবার আহবান জানান।
বিডি প্রতিদিন/১০ অক্টোবর ২০১৭/হিমেল