জানাজা শেষে রাত ৮টায় ফুফুকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। বিকেল থেকে কবর খোড়াসহ সকল প্রস্তুতি সম্পন্নও করা হয়। দাফন রাতে হবে তাই কবরের পাশে একটি বৈদ্যুতিক বাতি লাগানোর উদ্যোগ নেয়া হয়। চেয়ে ছিলেন নিজেই ফুফুর কবরে পাশে বাতি লাগানোর কাজটি করবেন। সন্ধ্যায় নিজের ঘর থেকে একটি বিদ্যুতের তার কবরের পাশে নিয়ে যাচ্ছিলেন। অসাবধানতাবশত তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্টেই প্রাণ গেল মো. সাঈদীর (১৬)।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে। নিহত মো. সাঈদী ওই এলাকার সাবেক চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মাওলানা ফরিদ উদ্দিনের ছেলে। সে স্থানীয় শরাফাতিয়া ফাজিল মাদ্রসার ১০ম শ্রেণির ছাত্র ছিল।
পরিবারের লোকজন সাঈদীকে দ্রুত উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাত ৮টার সময় সাঈদীর ফুফুর দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল ৯টায় সাঈদীকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
বিডি প্রতিদিন/১৬ মার্চ, ২০১৮/ফারজানা