কক্সবাজারের ঈদগাও হিমছড়ি পাহাড়ি এলাকা থেকে অজ্ঞাত দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার সকালের দিকে ঈদগাও-ঈদগড় সড়কের হিমছড়ি পাহাড়ি এলাকা থেকে এই দু'টি লাশ উদ্ধার করা হয়।
ঈদগাঁও পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিনহাজ উদ্দিন জানিয়েছেন, খবর পেয়ে মৃতদেহ দুটি উদ্ধার করা হয়েছে। তবে মৃতদেহ দুটির পরিচয় নিশ্চিত করা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, কোনও অপরাধী চক্র এই দুই যুবককে হত্যা করে পাহাড়ি ঢালুতে ফেলে দিয়ে পালিয়ে গেছে।
বিডিপ্রতিদিন/ ১৬ মার্চ, ২০১৮/ ই জাহান