টাঙ্গাইলের সখীপুরে ২২০ পিস ইয়াবাসহ চার যুবককে আটক করেছে পুলিশ।
আজ শুক্রবার ভোর রাতে পৌর এলাকার তিন নম্বর ওয়ার্ড ও উপজেলার ঘাটেশ্বরী এলাকা থেকে ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো পৌর এলাকার বাগান চালার মোতালেব মিয়া (৩৫), আ. সামাদ (২৪) ও উপজেলার ঘাটেশ্বরী এলাকার আ. মান্নান (২২), মো. আসাদ (২২)।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে এই চার যুবক মাদকের ব্যবসা করে আসছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকারও করেছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের নামে মামলা দায়ের করেছে পুলিশ।
সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক ভূঁইয়া বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ইয়াবাসহ চার যুবককে আটক করে মাদক আইনে মামলা দিয়ে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।
বিডিপ্রতিদিন/ ১৬ মার্চ, ২০১৮/ ই জাহান