আসন্ন ফরিদপুর সদর উপজেলার ৫টি ইউনিয়নের ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দলের প্রার্থীদের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়ায় শোকজ করা হয়েছে বলে জানিয়েছেন কোতয়ালী থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
শুক্রবার দুপুরে ফরিদপুর প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন কোতয়ালী থানা আওয়ামী লীগের সভাপতি আবদুর রাজ্জাক মাস্টার।
তিনি বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের বাইরে দলের বেশ কয়েকজন নেতা বিদ্রোহী প্রার্থী হিসাবে রয়ে গেছেন। এসব প্রার্থীদের দলীয় শৃংখলা পরিপন্থি কাজ করায় তাদের শোকজ করা হয়েছে। যাদের শোকজ করা হয়েছে তারা হলেন মাচ্চর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী জাহিদ মুনশী, চরমাধবদিয়া ইউনিয়নের আওয়ামী লীগের সমর্থক চেয়ারম্যান প্রার্থী হাফিজুর রহমান মন্ডল, ডিক্রিরচর ইউনিয়নে থানা আওয়ামী লীগের সমবায় বিষয়ক সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী সামসুল হক বাচ্চু, ডিক্রিরচর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী মেহেদী হাসান মিন্টু, আলিয়াবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী আকতারুজ্জামান, অম্বিকাপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও থানা আওয়ামী লীগের সদস্য মোশাররফ হোসেন মৃধা, কৃষ্ণনগর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও থানা কমিটির সদস্য কামাল হোসেন মোল্লা।
সংবাদ সম্মেলন থেকে বলা হয়, ১৭ মার্চের মধ্যে বিদ্রোহী প্রার্থীরা তাদের প্রার্থীতা প্রত্যাহার না করলে সংগঠন বিরোধী কাজের জন্য তাদের দল থেকে সাময়িক ভাবে বহিস্কার করা হতে পারে।
এদিকে, বিদ্রোহী প্রার্থী হিসাবে থাকা দলের কয়েকজন প্রার্থী অভিযোগ করে বলেছেন, দলের নিয়মনীতি অনুসরন না করে এবং বিএনপি থেকে আসা ব্যক্তিদের নৌকা প্রতিক তুলে দেয়া হয়েছে। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থাকার পরও যখন দলের সমর্থন পাইনি তখন স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করছি। বিদ্রোহী প্রার্থীরা অভিযোগ করে আরো বলেন, তাদের বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে।
চরমাধবদিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হাফিজুর রহমান মন্ডল বলেন, তিনি আওয়ামী লীগের কোন কমিটিতে নেই। এমনকি দলের সদস্যও নন। তাকেও শোকজ করা হয়েছে। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা কে এম সেলিম, অমিতাব বোস, বিল্লাল হোসেন, সামসুল আলম চৌধুরী প্রমুখ।
আগামী ২৯ মার্চ ফরিদপুরের ১১টি ইউনিয়নে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। ১১টি ইউনিয়নের মধ্যে ৫টি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছে ৬ জন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন