দিনাজপুরের চিরিরবন্দরে ভয়াবহ এক অগ্নিকান্ডে ১৫টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়েছে। খবর পেয়ে সৈয়দপুর ও পাবর্তীপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আড়াই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে চিরিরবন্দর উপজেলার সাঁইতাড়া ইউপি’র অকড়াবাড়িহাটে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানায়, অগ্নিকান্ডে দেলোয়ার হোসেনের মুদিদোকান, মাহবুর রহমানের জুতার দোকান, আব্দুল হাইয়ের পশুখাদ্য দোকান, বিশেশ্বর চন্দ্র রায় ওরফে বিরুর মুদি দোকান, রনজিৎ চন্দ্র রায়ের সার দোকান, অজিত চন্দ্র রায়ের চা-দোকান, জোতিশ চন্দ্র রায়ের পান-সিগারেট দোকানর, শম্ভু মূখার্জীর ওষুধের দোকান, মৃগেন চন্দ্র রায়ের সাটারিং দোকান, বাবু চন্দ্র রায়ের কলাহিটার দোকান, আনোয়ার হোসেনের সূতার দোকান, মনিন্দ্র নাথ রায়ের মনিহারি দোকান, সৈয়দ আলীর মসল্লা দোকান, রকির তেল ও সোহাগের মসল্লার দোকানের মালামাল ভস্মিভুত হয়।
স্থানীয়রা জানায় দেলোয়ার হোসেনের দোকান ঘর থেকে বিদ্যুতের শর্টসার্কিট হতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে। তবে অগ্নিকান্ডের প্রকৃত কারণ জানা যায়নি।
স্থানীয় সাঁইতাড়া ইউপি চেয়ারম্যান মোকারম হোসেন শাহ্ অগ্নিকান্ডের সত্যতা নিশ্চিত করে জানান, অকড়াবাড়িহাটের ১৫টি দোকানের সম্পূর্ণ মালামাল পুড়ে গেছে। তবে অগ্নিকান্ডের ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
বিডিপ্রতিদিন/ ১৬ মার্চ, ২০১৮/ ই জাহান