জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি ও তেজগাঁও থানার ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন মিলনের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল করেছে বগুড়া জেলা বিএনপি।
শুক্রবার শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে জুম্মার নামাজ শেষে মরহুম মিলনসহ সম্প্রতি নিহত দলের সকল নেতাকর্মীর জন্য দোয়া পরিচালনা করেন খতিব মাওলনা আব্দুল কাদের।
দোয়া মাহফিলে অংশ নেন জেলা বিএনপির সাধারন সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, কেন্দ্রীয় সদস্য মুক্তিযোদ্ধা মোঃ শোকরানা, বিএনপি নেতা ফজলুল বারী বেলাল, আবুল বাশার, সহিদ উন নবী ছালাম, আলীমুর রাজি তরুন, প্রকৌশলী হেলাল উদ্দিন, শামছুল হক রোমান, শ্রমিকদলের শহিদুল ইসলাম খোকন, ছাত্রদলের ফারুকুল ইসলাম ফারুকসহ সর্বস্তরের মুসল্লীবৃন্দ।
বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর