মাদারীপুর শিবচর পৌর এলাকার নলগোড়া গ্রামে শুক্রবার বিকেল ৪টার পানিতে ডুবে শান্ত নামের পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শান্ত ফরিদপুরের গোয়ালন্দ গ্রামের সেলিম মিয়ার ছেলে। সে নানা বাড়িতে বেড়াতে এসেছিল।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১টার দিকে নিহত শান্ত খেলতে বের হয়। দীর্ঘসময় পরিবারের লোকজন তাকে না দেখে আশপাশসহ বাড়ির পাশের একটি পুকুরে খোঁজ করতে থাকে। দীর্ঘ ৩ ঘণ্টা খোঁজাখুঁজির পর বিকেলে ৪টার সময় শান্তর নিথর দেহ বাড়ির পাশের পুকুর থেকে খুঁজে পায় স্থানীয় লোকজন। নানা বাড়িতে বেড়াতে এসে পানি ডুবে মারা গেলে।
পরে পরিবারের লোকজন তাকে স্থানীয় স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. জাফর বলেন, পানিতে ডুবে যাওয়া শান্ত নামের শিশুটি হাসপাতালে আনা হয়। দীর্ঘক্ষণ পানির নিচে ডুবে থাকায় হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
বিডিপ্রতিদিন/ ১৬ মার্চ, ২০১৮/ ই জাহান