পটুয়াখালীর কলাপাড়ায় ঐতিহ্যবাহী মহিষের লড়াই দেখতে গ্রামবাসীদের ভীড় পড়েছে। শুক্রবার সকালে উপজেলার টিয়াখালী ইউনিয়নের টিলা সংলগ্ন মীরা বাড়ির পাশের বিলে এ লড়াই অনুষ্ঠিত হয়।
স্থানীয় মো.সোহেল মীরার পালিত দু’টি মহিষের লড়াই প্রায় ঘন্টা ব্যাপী লড়াই চালে। মহিষের লড়াই দেখতে বিভিন্ন এলাকার হাজার হাজার নারী-পুরুষ ও শিশুরা ওই বিলে জড়ো হয়।
রাসেল কবির মুরাদ জানান, এই প্রথম মহিষে লড়াই দেখলাম। দুইটি মহিষ প্রচন্ড ভাবে একে অপরকে হরানোর জন্য যুদ্ধ চালাচ্ছে। লড়াই শেষ না হলেও মহিষ পালক ওই দুইটি মহিষের পায়ে রশি লাগিয়ে দু’দিকে বিভক্ত করে। তবে কোনটাই পরাজিত হয়নি।
টিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মশিউর রহমান শিশু জানান, প্রতি বছরই মহিষের লড়াই হয়। এটি আমদের পারিবারিক ঐতিহ্য। প্রায় ৫০ বছর ধরে যা চলে আসছে।
বিডিপ্রতিদিন/ ১৬ মার্চ, ২০১৮/ ই জাহান