রংপুরের পীরগঞ্জ উপজেলায় নির্মাণাধীন ব্রিজ থেকে নিচে পড়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার দিনগত রাতে উপজেলার রাম নাথপুর ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিতি করেছেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম।
নিহতরা হলেন- পীরগঞ্জ উপজেলার ১২ নং মেথিপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আনোয়ারুল ইসলাম শাহীন (৩৫) ও সাদিকুল ইসলাম (৩৫)। তারা দুজনই পীরগঞ্জ উপজেলার মেথিপুর ইউনিয়নের বাসিন্দা।
বিডি প্রতিদিন/১৭ মার্চ, ২০১৮/ওয়াসিফ